
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ধলঘাটাবাসী
প্রকাশিত: Thursday , 17 October 2024ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ধলঘাটাবাসী যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য ধলঘাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানবিক চেয়ারম্যান জনাব কামরুল হাসানের সভাপতিত্বে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাইকে নিয়ে এক জরুরী মিটিং আয়োজন করেন।
উক্ত মিটিং এ তিনি স্থানীয় ওয়ার্ড ভিত্তিক ইউপি মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতায় সকল সাইক্লোন সেল্টার ব্যবহার উপযোগীর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্বান্ত প্রদান করেন।
পাশাপাশি জোর করে কেউ যদি সাইক্লোন সেল্টার দখল করে রাখেন তাদেরকে দখল ছেড়ে দিতে নির্দেশ প্রদান করেন। যদি দখল না ছাড়ে পরবর্তিতে দখলকারীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা করেন।
সর্ব শেষ তিনি জানান যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে। ভয় পাবার কোন দরকার নেই দূর্যোগ এবং দূর্ভোগে ধলঘাটা ইউনিয়ন পরিষদ আপনাদের পাশে ছিল,আছে এবং থাকবে ইনশাআল্লাহ।