ধলঘাটাবাসী অনেক দিন ধরে স্বপ্ন দেখেছেন, অনেক জনপ্রতিনিধি প্রতিদিন গালি শুনে আসছেন প্রধান সড়কের বেহাল অবস্থা দেখে। গত ৬ বছরে বর্তমান যে টুকু উন্নয়ন করেছেন তা নিয়ে মানুষ মোটামুটি সন্তোষজনক ভাবে চলাফেরা করলেও বর্তমান চেয়ারম্যান এইটুকু উন্নয়ন নিয়ে সন্তোষ নন। তাই তো তিনি দিন রাত ২৪ ঘন্টা লেগে আছেন এম,পি, মন্ত্রী এবং প্রশাসনের পেছনে। অবশেষে অনুমোদন এনেছেন প্রধান সড়ক নির্মানের এবং তার প্রমাণ স্বরূপ আজ মহেশখালী উপজেলা থেকে এলজিআরডি বিভাগের ইঞ্জিনিয়ার সার্ভেয়ার সহ একটি বিশেষ টিম সকাল ৯ টা থেকে এক টানা দুপুর ২ টা পর্যন্ত সড়কের উন্নয়নের জন্য ম্যাজারম্যান করেছেন।
নাছির মোহাম্মদ ডেইল থেকে উত্তর সুতরিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার ধরে সড়ক নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কের প্রস্থ আনুমানিক ২০ ফুট এবং দুই পাসে হবে টেকসই গাইড ওয়াল এবং সকল পুরানো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করা হবে। চেয়ারম্যান মহোদয় নিজেই সারাদিন সময় দিয়ে সড়কের পরমাপ করেন।
উন্নয়ন বান্ধব চেয়ারম্যান জনাব কামরুল হাসান জানান গত ৬ বছর ধরে একবার বিশ্ব ব্যাংক আরেকবার জাইকার অর্থায়নে সড়কটি বাস্তাবআয়ন হওয়ার কথা থাকলে বার বার তারা ফেইল করেছেন, অবশেষে আমাদের মাননীয় এম,পি আশেক উল্লাহ রফিক মহোদয়ের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আর উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের আন্তরিকতায় প্রধান সড়কটি অনুমোদন পেতে সক্ষম হয়েছে। তিনি এলাকাবাসীর সবার কাছে দোয়া প্রার্থনা করেন যাতে করে দ্রুত কাজ শুরু করতে পারেন।